শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩৫
নামাযের অধ্যায়
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৩৫। ইবন আবী দাউদ (রাযিঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (ﷺ) আসরের সালাত এমন সময় আদায় করতেন, তারপর কোন গমনকারী 'কুবা' পর্যন্ত যেত। (বর্ণনাকারী) মুহুরী (রাহঃ) অথবা ইসহাকের মধ্যে একজন বলেন, তারা (কূবাবাসী তখন) সালাতরত থাকত। অন্যজন বলেন সূর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকত।
كتاب الصلاة
1135 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا نُعَيْمٌ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أنا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ , ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءَ قَالَ أَحَدُهُمَا: وَهُمْ يُصَلُّونَ , وَقَالَ: الْآخِرُ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১৩৫ | মুসলিম বাংলা