শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৩
নামাযের অধ্যায়
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৪৩। ইবন আবী দাউদ (রাহঃ)...... বাশীর ইব্‌ন আবু মাসউদ (রাহঃ) তাঁর পিতা আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন সময় আসরের সালাত আদায় করতেন যে, সূর্য তখনও উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত। আর তা থেকে অবসর হওয়ার পর কোন ব্যক্তি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে ছয় মাইল দূরে অবস্থিত যুলহুলায়ফায় পৌঁছে যেত।

ব্যাখ্যা
এই হাদীসটিও আবু আরওয়া (রাযিঃ)-এর হাদীসের অনুকূলে রয়েছে। এই হাদীসে তিনি এই বাক্যটি বৃদ্ধি করেছেন: “তিনি এমন সময় তা (আসরের সালাত) আদায় করতেন যে, তখনও সূর্য উর্ধ্বাকাশে (উজ্জ্বল) থাকত।” এতে প্রমাণিত হয় যে, তিনি তা বিলম্বেও আদায় করতেন। আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও এক হাদীস বর্ণিত আছে, যা এর স্বপক্ষে প্রমাণ বহন করে :
كتاب الصلاة
1143 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: ثنا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ شِهَابٍ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ , أَخْبَرَنِي بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الْعَصْرِ , وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ , يَسِيرُ الرَّجُلُ حِينَ يَنْصَرِفُ مِنْهَا إِلَى ذِي الْحُلَيْفَةِ سِتَّةَ أَمْيَالٍ , قَبْلَ غُرُوبِ الشَّمْسِ» فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثَ أَيْضًا حَدِيثُ أَبِي أَرْوَى , وَزَادَ فِيهِ أَنَّهُ كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ , فَذَلِكَ دَلِيلٌ عَلَى أَنَّهُ قَدْ كَانَ يُؤَخِّرُهَا. وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا مَا يَدُلُّ عَلَى هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান