শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩৩
নামাযের অধ্যায়
যুহর ও আসরের কিরাআত
১২৩৩। আব্দুর রহমান ইবন জারূদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (ﷺ) আমাদের ইমামতি করতেন। কখনও তিনি জোরে কখনও আস্তে কিরাআত পড়তেন। সুতরাং তিনি যেখানে জোরে তিলাওয়াত করেছেন আমরাও সেখানে জোরে তিলাওয়াত করেছি, আর তিনি যেখানে আস্তে তিলাওয়াত করেছেন আমরাও সেখানে আস্তে তিলাওয়াত করেছি। আমি তাঁকে বলতে শুনেছি, কিরা'আত ব্যতীত সালাত হয় না।
كتاب الصلاة
1233 - وَأَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْجَارُودِ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى , قَالَ: أنا ابْنُ أَبِي لَيْلَى , عَنْ عَطَاءٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّنَا , فَيَجْهَرُ وَيُخَافِتُ , فَجَهَرْنَا فِيمَا جَهَرَ , وَخَافَتْنَا فِيمَا خَافَتْ , وَسَمِعْتُهُ يَقُولُ: «لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান