শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৪৬
নামাযের অধ্যায়
যুহর ও আসরের কিরাআত
১২৪৬। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ) ….. উবায়দুল্লাহ ইবন মিকসাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইবন উমার (রাযিঃ) তাঁকে বলেছেন, যখন তুমি একা সালাত আদায় করবে তখন যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য কোন সূরা পড়বে। আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা পড়বে। রাবী বলেন, তারপর আমি যায়দ ইবন সাবিত (রাযিঃ) ও জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করেছি, তাঁরাও ইবন উমার (রাযিঃ)-এর অনুরূপ বলেছেন।
كتاب الصلاة
1246 - وحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ قَالَ: ثنا الْمُقْرِئُ , عَنْ حَيْوَةَ , وَابْنِ لَهِيعَةَ قَالَا: أنا بَكْرُ بْنُ عَمْرٍو أَنَّ عُبَيْدَ اللهِ بْنِ مِقْسَمٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَهُ: «إِذَا صَلَّيْتَ وَحْدَكَ فَاقْرَأْ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ , بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ سُورَةٍ , وَفِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ» قَالَ: فَلَقِيتُ زَيْدَ بْنَ ثَابِتٍ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ , فَقَالَا مِثْلَ مَا قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا