শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৫৬
নামাযের অধ্যায়
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৬। ইবন মারযূক (রাহঃ) ….. জুবায়র ইবন মুতইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার বদর যুদ্ধের সময় নবী (ﷺ) -এর খিদমতে এলেন। তিনি বলেন, আমি তাঁর কাছে পৌঁছালাম তো তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরা 'তূর' তিলাওয়াত করেন। আমি যখন (তাঁর থেকে) কুরআনের তিলাওয়াত শুনেছি তখন যেন আমার অন্তর ফেটে গেল। আর এটা তাঁর ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা।
كتاب الصلاة
1256 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي بَعْضُ إِخْوَتِي , عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ " أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَدْرٍ , قَالَ: فَانْتَهَيْتُ إِلَيْهِ , وَهُوَ يُصَلِّي الْمَغْرِبَ , فَقَرَأَ بِالطُّورِ فَكَأَنَّمَا صُدِعَ قَلْبِي , حِينَ سَمِعْتُ الْقُرْآنَ , وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ "