শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৪
নামাযের অধ্যায়
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৪। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) জাবির ইবন আবিদল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা (সাহাবীগণ) মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা তীর নিক্ষেপের প্রতিযোগিতা করতেন।
كتاب الصلاة
1264 - أَنَّ مُحَمَّدَ بْنَ خُزَيْمَةَ حَدَّثَنَا قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ «أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ الْمَغْرِبَ ثُمَّ يَنْتَضِلُونَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৬৪ | মুসলিম বাংলা