শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৭
আন্তর্জাতিক নং: ১২৬৮
নামাযের অধ্যায়
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৭-১২৬৮। আহমদ ইবন দাউদ (রাহঃ) ও আহমদ ইবন মারযূক (রাহঃ) ..... আলী ইব্‌ন বিলাল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ এর কিছুসংখ্যক আনসারী সাহাবার সঙ্গে সালাত আদায় করেছি। তাঁরা আমাকে বর্ণনা করেছেন যে, তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা তীর নিক্ষেপ করতেন এবং তীর পতনের স্থান তাঁদের কাছে গোপন থাকত না। এরপর তাঁরা নিজেদের বাড়িতে আসতেন এবং তাঁরা মদীনার অপর প্রান্তে বনু সালামা গোত্রে বসবাস করতেন।
كتاب الصلاة
1267 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، ح

1268 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي عَوَانَةَ، وَهُشَيْمٍ , عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عَلِيِّ بْنِ بِلَالٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَنْصَارِ فَحَدَّثُونِي أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ , ثُمَّ يَنْطَلِقُونَ يَرْتَمُونَ لَا يَخْفَى عَلَيْهِمْ مَوْقِعُ سِهَامِهِمْ , حَتَّى يَأْتُوَ أَدْيَارَهُمْ , وَهُمْ فِي أَقْصَى الْمَدِينَةِ , فِي بَنِي سَلِمَةَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান