শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৮৫
নামাযের অধ্যায়
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৮৫। আবু উমাইয়া (রঃ) ……আবু ইসহাক (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি বারা (রাঃ)-কে দেখেছি, যখন তিনি সিজ্দা করতেন পেটকে ভূমির থেকে সরিয়ে রাখতেন এবং নিতম্বকে উঁচু রাখতেন। আর বলতেন আমি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে অনুরুপ করতে দেখেছি।
كتاب الصلاة
1385 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا يَحْيَى الْحِمَّانِيُّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: رَأَيْتُ الْبَرَاءَ إِذَا سَجَدَ خَوَى وَرَفَعَ عَجِيزَتَهُ وَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৮৫ | মুসলিম বাংলা