শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৩৬
নামাযের অধ্যায়
২৮- সালাতে বসার বিবরণ, কিভাবে বসবে?
১৫৩৬। ইউনুস ইবনে আব্দুল আলা (রাহঃ) ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, কাসিম
ইবনে মুহাম্মাদ (রাহঃ) তাদেরকে বসার অবস্থা দেখিয়েছেন। তিনি ডান পা খাড়া করে দিয়েছিলেন এবং
বাম পা বিছিয়ে দিয়েছিলেন। আর বাম নিতম্বের উপর বসেছিলেন; উভয় পায়ের উপর বসেন নাই।
তারপর তিনি বলেছিলেন ঃ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রাহঃ) এটি আমাকে দেখিয়েছেন এবং
আমার নিকট তিনি বর্ণনা করেছেন যে, তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এরূপ করতেন।
ইবনে মুহাম্মাদ (রাহঃ) তাদেরকে বসার অবস্থা দেখিয়েছেন। তিনি ডান পা খাড়া করে দিয়েছিলেন এবং
বাম পা বিছিয়ে দিয়েছিলেন। আর বাম নিতম্বের উপর বসেছিলেন; উভয় পায়ের উপর বসেন নাই।
তারপর তিনি বলেছিলেন ঃ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রাহঃ) এটি আমাকে দেখিয়েছেন এবং
আমার নিকট তিনি বর্ণনা করেছেন যে, তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এরূপ করতেন।
كتاب الصلاة
بَابٌ صِفَةُ الْجُلُوسِ فِي الصَّلَاةِ , كَيْفَ هُوَ؟
1536 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ: أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ أَرَاهُمُ الْجُلُوسَ فَنَصَبَ رِجْلَهُ الْيُمْنَى وَثَنَى رِجْلَهُ الْيُسْرَى وَجَلَسَ عَلَى وَرِكِهِ الْيُسْرَى وَلَمْ يَجْلِسْ عَلَى قَدَمَيْهِ ثُمَّ قَالَ: أَرَانِي هَذَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَحَدَّثَنِي أَنَّ أَبَاهُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَفْعَلُ ذَلِكَ "