শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬২৫
নামাযের অধ্যায়
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬২৫। ইবন মারযূক (রাহঃ) ….. হারিসা ইবন মূদাররিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আম্মার (রাযিঃ) এক বছর আমাদের শাসক ছিলেন। তিনি প্রতি সালাতে اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ-اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে নিজের ডানে এবং বামে সালাম ফিরাতেন।
كتاب الصلاة
1625 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، قَالَ: كَانَ عَمَّارٌ أَمِيرًا عَلَيْنَا سَنَةً , لَا يُصَلِّي صَلَاةً إِلَّا سَلَّمَ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ»