শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৭৯
আন্তর্জাতিক নং: ১৬৮০
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৭৯-১৬৮০। আহমদ ইবন আবী ইমরান (রাহঃ) এবং রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ..... ইবন আবী লাবিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি আবু সালমা (রাহঃ)-কে বলতে শুনেছিঃ আমি আয়েশা (রাযিঃ)-এর নিকট গিয়ে তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর (রাতের) সালাত রামাযানে এবং অন্য সময়ে তের রাক'আত ছিলো। আর ফজরের দু'রাক'আত (সুন্নত)-এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
বস্তুত এ হাদীসটিও পূর্বে আমাদের বর্ণনাকৃত আবু সালমা (রাহঃ)-এর হাদীসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।
বস্তুত এ হাদীসটিও পূর্বে আমাদের বর্ণনাকৃত আবু সালমা (রাহঃ)-এর হাদীসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।
كتاب الصلاة
1679 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: ثنا الْقَوَارِيرِيُّ، ح
1680 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى، قَالَا: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا ابْنُ أَبِي لَبِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَسَأَلْتُهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فَقَالَتْ: «كَانَتْ صَلَاتُهُ فِي رَمَضَانَ وَغَيْرِهِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ» فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثُ أَيْضًا مَا رَوَيْنَاهُ قَبْلَهُ مِنْ أَحَادِيثِ أَبِي سَلَمَةَ
1680 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى، قَالَا: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا ابْنُ أَبِي لَبِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَسَأَلْتُهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فَقَالَتْ: «كَانَتْ صَلَاتُهُ فِي رَمَضَانَ وَغَيْرِهِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ» فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثُ أَيْضًا مَا رَوَيْنَاهُ قَبْلَهُ مِنْ أَحَادِيثِ أَبِي سَلَمَةَ