শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৯১
আন্তর্জাতিক নং: ১৬৯২
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৯১-১৬৯২। আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (ﷺ) নয় রাক'আতবিশিষ্ট বিতর আদায় করতেন। যখন তিনি বয়সের কারণে ভারী হয়ে গেলেন তখন সাত রাক'আত বিশিষ্ট বিতর আদায় করতেন।

আবু আইয়ুব ইবন খালাফ আল-তাবরানী (রাহঃ) ..... আয়েশা (রাহঃ)-এর বরাতে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
বস্তুত এ হাদীসে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর বিতর নয় রাক'আত ছিল যলে ব্যক্ত হয়েছে।
كتاب الصلاة
1691 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِتِسْعٍ فَلَمَّا بَلَغَ سِنًّا وَثَقُلَ أَوْتَرَ بِسَبْعٍ»

1692 - حَدَّثَنَا أَبُو أَيُّوبَ يَعْنِي ابْنَ خَلَفٍ الطَّبَرَانِيَّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: ثنا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ وِتْرَهُ كَانَ تِسْعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৯১ | মুসলিম বাংলা