শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭০০
আন্তর্জাতিক নং: ১৭০১
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৭০০-১৭০১। ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... ইকরামা ইব্‌ন খালিদ (রাহঃ) সূত্রে ইব্ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি (একদা) তাঁর খালা মায়মুনা (রাযিঃ)-এর নিকট রাত অতিবাহিত করলেন। রাতে রাসূলুল্লাহ্‌ (ﷺ) সালাত আদায়ের জন্য উঠলেন। তারপর আমিও উঠে উযূ করে তাঁর বাম দিকে দাঁড়ালাম। তিনি আমকে টেনে তার ডান দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিলেন। এরপর তিনি তের রাক'আত সালাত আদায় করলেন, যার প্রত্যেক রাক'আতের কিয়াম ছিল সমপরিমাণ।


বাককার (রাহঃ) .... সালামা ইবন কুহায়ল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি কুরায়ব (রাহঃ) কে ইব্‌ন আব্বাস (রাযিঃ) এর বরাতে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি অনুরূপ উল্লেখ করেছেন এবং বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সালাত তের রাক'আতে পূর্ণ হয়েছে।
বস্তুত এ হাদীসটি এবং আয়েশা (রাযিঃ)-এর হাদীস তাঁর সমস্ত সালাতের ব্যাপারে অভিন্ন যে, তা ছিলো তের রাক'আত। কিন্তু ইব্ন আব্বাস (রাযিঃ)-এর হাদীসে (বিতর সংক্রান্ত) কোন বিশ্লেষণ নেই।
এজন্য আমরা দৃষ্টি দেয়ার ইচ্ছা পোষণ করলাম যে, এ বিষয়ের বিশ্লেষণে ইবন আব্বাস (রাযিঃ) থেকে কোন হাদীস বর্ণিত আছে কি না এ বিষয়ে দৃষ্টি দিয়ে দেখলামঃ
كتاب الصلاة
1700 - وَمِنْ ذَلِكَ مَا قَدْ حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ قَالَ: ثنا وُهَيْبُ بْنُ خَالِدٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ طَاوُسٍ عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّهُ بَاتَ عِنْدَ خَالَتِهِ مَيْمُونَةَ , فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ يُصَلِّي فَقُمْتُ فَتَوَضَّأْتُ , ثُمَّ قُمْتُ عَنْ يَسَارِهِ فَجَذَبَنِي فَأَدَارَنِي عَنْ يَمِينِهِ , فَصَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً , قِيَامُهُ فِيهِنَّ سَوَاءٌ»

1701 -وَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا بَكَّارٌ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ , قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَذَكَرَ مِثْلَهُ وَقَالَ: فَتَكَامَلَتْ صَلَاةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً فَقَدِ اتَّفَقَ هَذَا الْحَدِيثُ وَحَدِيثُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فِي جُمْلَةِ صَلَاتِهِ أَنَّهَا كَانَتْ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً. إِلَّا أَنَّهُ لَا تَفْصِيلَ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَأَرَدْنَا أَنَّ نَنْظُرَ هَلْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي تَفْصِيلِ ذَلِكَ شَيْءٌ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭০০ | মুসলিম বাংলা