শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৪৬
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৭৪৬। সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ বিতর হলো তিন রাক’আত। আর তিনি তিন রাক’আতে বিতর আদায় করতেন।
كتاب الصلاة
1746 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالُوا: " الْوِتْرُ ثَلَاثُ رَكَعَاتٍ , وَكَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান