আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৫৯
আন্তর্জাতিক নং: ৪৭৩
- নামাযের অধ্যায়
৩২৫। মসজিদে হালকা বাঁধা ও বসা।
৪৫৯। আবু নু’মান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, এক সাহাবী নবী (ﷺ) এর কাছে এমন সময় আসলেন যখন তিনি খুতবা দিচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ রাতের নামায কিভাবে আদায় করতে হয়? নবী (ﷺ) বললেনঃ দু’রাকআত দু’রাকআত করে আদায় করবে। আর যখন ভোর হওয়ার আশঙ্কা করবে, তখন আরো এক রাকআত আদায় করে নিবে। সে রাকআত তোমার আগের নামাযকে বিতর করে দিবে।
ওয়ালীদ ইবনে কাসীর (রাহঃ) বলেনঃ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) আমার কাছে বলেছেন যে, ইবনে উমর (রাযিঃ) তাঁদের বলেছেনঃ এক সাহাবী নবী (ﷺ)-কে সম্বোধন করে বললেন, তখন তিনি মসজিদে ছিলেন।
ওয়ালীদ ইবনে কাসীর (রাহঃ) বলেনঃ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) আমার কাছে বলেছেন যে, ইবনে উমর (রাযিঃ) তাঁদের বলেছেনঃ এক সাহাবী নবী (ﷺ)-কে সম্বোধন করে বললেন, তখন তিনি মসজিদে ছিলেন।
كتاب الصلاة
باب الْحِلَقِ وَالْجُلُوسِ فِي الْمَسْجِدِ
473 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ: كَيْفَ صَلاَةُ اللَّيْلِ؟ فَقَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ» قَالَ الوَلِيدُ بْنُ كَثِيرٍ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ: أَنَّ رَجُلًا نَادَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ