শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৮৪
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৮৪। আলী ইবন শায়বা (রাহঃ) ….. আবু আইয়াশ যুরাকী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে নিয়ে উসফান নামক স্থানে যুহরের সালাত পড়েছেন। মুশরিকরা তখন তাঁর ও কিবলা'র মাঝখানে অবস্থান করছিলো, তাদের মধ্যে অথবা তাদের উপর খালিদ ইবন ওলীদ (নেতা হিসাবে) নিযুক্ত ছিলেন। মুশরিকরা বলল, সালাতরত অবস্থায় যদি আমরা
তাদেরকে আক্রমণ করি তাহলে আমরা গনীমতের সম্পদ অর্জন করতে সক্ষম হব। মুরিকরা বলল, · এরূপ এক সালাত সমাগত যা তাদের কাছে তাদের পিতা-পুত্র অপেক্ষা অধিক প্রিয়। রাবী বলেন, জিবরাঈল (আ) যুহর এবং আসরের মধ্যবর্তী সময়ে (সালাতুল খাওফের) আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। রাবী বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আসরের সালাত পড়লেন এবং লোকেরা দু'টি কাতার বেঁধে দাঁড়ালেন। তিনি তাকবীর বললেন, লোকেরা সকলে তাঁর সাথে তাকবীর বললো। তারপর তিনি রুকূ করলেন, লোকেরা সকলে তাঁর সাথে রুকূ করলো, এরপর তিনি (রুকূ থেকে) মাথা উঠালেন, লোকেরা সকলে তাঁর সাথে মাথা উঠালো। এরপর তিনি সিজদা করলেন এবং তাঁর সাথে মিলিত কাতারের লোকেরা সিজদা করলো। আর পিছনের কাতারের লোকেরা দাঁড়িয়ে থাকল এবং তাদেরকে সশস্ত্র অবস্থায় প্রহরা দিচ্ছিল। এরপর তিনি উঠলেন এবং তারা সকলে তাঁর সাথে উঠলো। তারপর পিছনের কাতারের লোকেরা সিজদা করল এবং তারা উঠল। অগ্রবর্তী কাতারের লোকেরা পশ্চাতে চলে গেল আর পশ্চাদ্বর্তী কাতারের লোকেরা সম্মুখে অগ্রসর হল। তিনি তাকবীর বললেন, তারা সকলে তাঁর সাথে তাকবীর বলল। তারপর তিনি রুকূ করলেন, তারা সকলে তাঁর সাথে রুকূ করল। এরপর তিনি (রুকূ থেকে) উঠলেন এবং তারা সকলে তাঁর সাথে উঠল, তারপর তিনি সকলকে নিয়ে সালাম ফিরালেন। আরেক বার তিনি সালাতুল খাওফ বনী সুলাইম-এর ভূমিতে আদায় করেছেন।
তাদেরকে আক্রমণ করি তাহলে আমরা গনীমতের সম্পদ অর্জন করতে সক্ষম হব। মুরিকরা বলল, · এরূপ এক সালাত সমাগত যা তাদের কাছে তাদের পিতা-পুত্র অপেক্ষা অধিক প্রিয়। রাবী বলেন, জিবরাঈল (আ) যুহর এবং আসরের মধ্যবর্তী সময়ে (সালাতুল খাওফের) আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। রাবী বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আসরের সালাত পড়লেন এবং লোকেরা দু'টি কাতার বেঁধে দাঁড়ালেন। তিনি তাকবীর বললেন, লোকেরা সকলে তাঁর সাথে তাকবীর বললো। তারপর তিনি রুকূ করলেন, লোকেরা সকলে তাঁর সাথে রুকূ করলো, এরপর তিনি (রুকূ থেকে) মাথা উঠালেন, লোকেরা সকলে তাঁর সাথে মাথা উঠালো। এরপর তিনি সিজদা করলেন এবং তাঁর সাথে মিলিত কাতারের লোকেরা সিজদা করলো। আর পিছনের কাতারের লোকেরা দাঁড়িয়ে থাকল এবং তাদেরকে সশস্ত্র অবস্থায় প্রহরা দিচ্ছিল। এরপর তিনি উঠলেন এবং তারা সকলে তাঁর সাথে উঠলো। তারপর পিছনের কাতারের লোকেরা সিজদা করল এবং তারা উঠল। অগ্রবর্তী কাতারের লোকেরা পশ্চাতে চলে গেল আর পশ্চাদ্বর্তী কাতারের লোকেরা সম্মুখে অগ্রসর হল। তিনি তাকবীর বললেন, তারা সকলে তাঁর সাথে তাকবীর বলল। তারপর তিনি রুকূ করলেন, তারা সকলে তাঁর সাথে রুকূ করল। এরপর তিনি (রুকূ থেকে) উঠলেন এবং তারা সকলে তাঁর সাথে উঠল, তারপর তিনি সকলকে নিয়ে সালাম ফিরালেন। আরেক বার তিনি সালাতুল খাওফ বনী সুলাইম-এর ভূমিতে আদায় করেছেন।
كتاب الصلاة
1884 - وَذَهَبَ آخَرُونَ فِي صَلَاةِ الْخَوْفِ إِلَى مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا قَبِيصَةُ , قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ , عَنْ مَنْصُورٍ , عَنْ مُجَاهِدٍ , عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ , قَالَ: " صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِ عُسْفَانَ وَالْمُشْرِكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ , فِيهِمْ أَوْ عَلَيْهِمْ , خَالِدُ بْنُ الْوَلِيدِ , فَقَالَ الْمُشْرِكُونَ: لَقَدْ كَانُوا فِي صَلَاةٍ لَوْ أَصَبْنَا مِنْهُمْ لَكَانَتِ الْغَنِيمَةُ. فَقَالَ الْمُشْرِكُونَ: إِنَّهَا سَتَجِيءُ صَلَاةٌ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنْ آبَائِهِمْ وَأَبْنَائِهِمْ قَالَ: فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِالْآيَاتِ فِيمَا بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ. قَالَ: فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ , وَصَفَّ النَّاسُ صَفَّيْنِ , وَكَبَّرَ وَكَبَّرُوا مَعَهُ جَمِيعًا , ثُمَّ رَكَعَ وَرَكَعُوا مَعَهُ جَمِيعًا [ص:319] ثُمَّ رَفَعَ وَرَفَعُوا مَعَهُ جَمِيعًا , ثُمَّ سَجَدَ وَسَجَدَ الصَّفُّ الَّذِي يَلُونَهُ , وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ يَحْرُسُونَهُمْ بِسِلَاحِهِمْ , ثُمَّ رَفَعَ وَرَفَعُوا جَمِيعًا , ثُمَّ سَجَدَ الصَّفُّ الْآخَرُ ثُمَّ رَفَعُوا. وَتَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ وَتَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ , فَكَبَّرَ وَكَبَّرُوا مَعَهُ جَمِيعًا , ثُمَّ رَكَعَ وَرَكَعُوا مَعَهُ جَمِيعًا , ثُمَّ رَفَعَ وَرَفَعُوا مَعَهُ جَمِيعًا , ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ وَصَلَّاهَا مَرَّةً أُخْرَى فِي أَرْضِ بَنِي سُلَيْمٍ "