শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৯৩
আন্তর্জাতিক নং: ১৮৯৫
নামাযের অধ্যায়
ইস্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ?
১৮৯৩-১৮৯৫। ইবন আবী দাউদ (রাহঃ) ….. আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি অবশ্যই জুমু'আর দিন মিম্বরের নিকট দাঁড়িয়ে ছিলাম আর রাসূলুল্লাহ্ (ﷺ) খুতবা প্রদান করছিলেন তখন মসজিদ থেকে কেউ বলল হে আল্লাহর রাসূল! বৃষ্টি বন্ধ, জন্তুগুলো (না খেয়ে) ধ্বংস হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে দু'আ করুন, যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। তিনি দু'হাত তুললেন, আকাশে (তখন) মেঘ ছিল না, আল্লাহ্ তা'আলা মেঘমালাকে একত্রিত করে দিলেন। তারপর মুষলধারে বৃষ্টি শুরু হল। লোকদের জন্য (বৃষ্টির কারণে) নিজেদের বাড়ি-ঘরে যাওয়াই কষ্টকর হয়ে পড়ল। (এমনিভাবে) আমাদের উপর সাতদিন বৃষ্টি অব্যাহত রইল। রাবী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পরবর্তী জুমু'আয় খুতবা দিচ্ছেন এমন সময় মসজিদে উপস্থিত এক লোক বলল, হে আল্লাহর রাসূল! বাড়ি-ঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, আপনি আল্লাহর কাছে দু'আ করুন, তিনি যেন আমাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। তিনি দু'হাত তুলে বললেন, হে আল্লাহ্ আমাদের আশ-পাশে (বর্ষণ কর) আমাদের উপর নয়। তারপর আমাদের মাথার উপর (আকাশে) যে মেঘমালা ছিল তা বিচ্ছিন্ন হয়ে পড়ল, তখন আমরা যেন মণি-মাণিক্যখচিত মুকুট পরিহিত (অর্থাৎ আমাদের উপর থেকে মেঘমালা দিগন্তে সরে গেল আর আমরা সমুজ্জ্বল সূর্যের নীচে অবস্থান করছিলাম।) আমাদের আশে-পাশে বারিপাত হচ্ছিল, আমাদের মধ্যে হচ্ছিল না।

ইবন মারযূক (রাহঃ) এবং আবু বাকরা (রাহঃ) হুমায়দ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আনাস ইবন মালিক (রাযিঃ)-কে প্রশ্ন করা হয় যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কি দু'হাত তুলে (দু'আ) করতেন ? রাবী বলেন, জুমু'আর দিন তাঁকে বলা হয়, হে আল্লাহর রাসূল! বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, যমীন আনুর্বর হয়ে পড়েছে ও সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। তিনি দু'হাত প্রসারিত করলেন যাতে আমি তাঁর উভয়বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। তারপর তিনি ইবন আবী দাউদ (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।

নসর ইবন মারযূক (রাহঃ) ….. আনাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
1893 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو ظَفَرٍ عَبْدُ السَّلَامِ بْنُ مُطَهَّرٍ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: " إِنِّي لَقَائِمٌ عِنْدَ الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ , فَقَالَ بَعْضُ أَهْلِ الْمَسْجِدِ: يَا رَسُولَ اللهِ , حُبِسَ الْمَطَرُ وَهَلَكَتِ الْمَوَاشِي فَادْعُ اللهَ يَسْقِينَا فَرَفَعَ يَدَيْهِ وَمَا فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ , فَأَلَّفَ اللهُ بَيْنَ السَّحَابِ فَوَبَلَتْنَا حَتَّى إِنَّ الرَّجُلَ لَيُهِمُّهُ مِنْ نَفْسِهِ أَنْ يَأْتِيَ أَهْلَهُ , فَمُطِرْنَا سَبْعًا , قَالَ: فَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي الْجُمُعَةِ الثَّانِيَةِ ; إِذْ قَالَ بَعْضُ أَهْلِ الْمَسْجِدِ: يَا رَسُولَ اللهِ , تَهَدَّمَتِ الْبُيُوتُ , فَادْعُ اللهَ أَنْ يَرْفَعَهَا عَنَّا , قَالَ: فَرَفَعَ يَدَيْهِ , وَقَالَ: «اللهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا» فَتَقَوَّرَ مَا فَوْقَ رُءُوسِنَا مِنْهَا , حَتَّى كَانَا فِي إِكْلِيلٍ يُمْطِرُ مَا حَوْلَنَا وَلَا نُمْطَرُ "

1894 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، وَأَبُو بَكْرَةَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، عَنْ حُمَيْدٍ، قَالَ: " سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: هَلْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ؟ قَالَ: قِيلَ لَهُ يَوْمَ جُمُعَةٍ يَا رَسُولَ اللهِ , قَحَطَ الْمَطَرُ , وَأَجْدَبَتِ الْأَرْضُ , وَهَلَكَ الْمَالُ , قَالَ: فَمَدَّ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ " , ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ أَبِي دَاوُدَ [ص:323]

1895 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ , عَنْ حُمَيْدٍ , عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান