শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯১৯
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯১৯। আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... ইবন উমর (রাযিঃ) এবং উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে দ্বিতীয় রুকূ প্রথম রুকূ অপেক্ষা সংক্ষিপ্ত ছিল বলে উল্লেখ করেননি; বরং প্রথম ও দ্বিতীয় রুকূ একইরূপ ছিল বলে উল্লেখ করেছন। উরওয়া (রাহঃ) বলেনঃ এ ঘটনা ঘটেছিল (রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পুত্র) ইবরাহীম (রাহঃ)-এর ওফাত দিবসে।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম উক্ত হাদীস গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেন, সূর্যগ্রহণের সালাত এরূপই চার রুকূ এবং চার সিজদা বিশিষ্ট। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন । তাঁরা বলেছেনঃ বরং এ সালাত হলো চার সিজদায় আট রুকূ বিশিষ্ট। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
كتاب الصلاة
1919 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عَمْرٍو، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّ الرُّكُوعَ الثَّانِيَ كَانَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ وَلَكِنْ ذَكَرَ أَنَّهُ مِثْلُهُ قَالَ: وَذَلِكَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا وَقَالُوا: هَكَذَا صَلَاةُ الْخُسُوفِ , أَرْبَعُ رَكَعَاتٍ وَأَرْبَعُ سَجَدَاتٍ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ هِيَ ثَمَانِ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯১৯ | মুসলিম বাংলা