শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৩৫
আন্তর্জাতিক নং: ১৯৩৬
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৫-১৯৩৬। ইবন মারযুক (রাহঃ) ….. সামুরা ইবন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ও রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তারপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে উল্লেখ করেছেন যে, তিনি লোকজন নিয়ে সালাত আদায় করেছেন, হুবহু সেরূপ যেরূপ আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) বর্ণনা করেছেন।
১৭৯৪. হুসাইন ইবন নসর (রাহঃ) ….. আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ (হাদীস) বর্ণনা করেছেন।
১৭৯৪. হুসাইন ইবন নসর (রাহঃ) ….. আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ (হাদীস) বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1935 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَبَّادٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى بِهِمْ» مِثْلَ مَا ذَكَرَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو , سَوَاءً
1936 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا الْأَسْوَدُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
1936 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا الْأَسْوَدُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ