শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৪০
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪০। ইবরাহীম ইবন মুহাম্মাদ সাইরাফী (রাহঃ) ….. নুমান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের সময় তোমরা যেমন সালাত পড় তেমনি সালাত আদায় করতেন (প্রতি রাক'আতে) এক রুকূ দু'সিজদাসহ।
كتاب الصلاة
1940 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ هُوَ الْبَصْرِيُّ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ , عَنْ أَبِي قِلَابَةَ , عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي كُسُوفِ الشَّمْسِ كَمَا تُصَلُّونَ رَكْعَةً وَسَجْدَتَيْنِ»