শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৬৫
আন্তর্জাতিক নং: ২০৬৬
নামাযের অধ্যায়
তারাবীহ (কিয়ামে রামাযান) ঘরে পড়া উত্তম না ইমামের সাথে ?
২০৬৫-২০৬৬। আবু বাকরা (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার নিকট যদি কেবল মাত্র একটি সূরাই (স্মরণ) থাকে তাহলে অবশ্যই আমি সেটাই বারবার পড়তাম, রামযান মাসে ইমামের পিছনে (তারাবীহ) সালাতে দাঁড়ানো অপেক্ষা এটাই আমার নিকট অধিক প্রিয় ।
ইউনুস (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) …… উরওয়া (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি রামাযানে লোকজনের সাথে মসজিদে সালাত আদায় করতেন। তারপর বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেন। ফলে (তারাবীহতে) লোকজনের সাথে দাঁড়াতেন না।
ইউনুস (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) …… উরওয়া (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি রামাযানে লোকজনের সাথে মসজিদে সালাত আদায় করতেন। তারপর বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেন। ফলে (তারাবীহতে) লোকজনের সাথে দাঁড়াতেন না।
كتاب الصلاة
2065 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «لَوْ لَمْ يَكُنْ مَعِي إِلَّا سُورَةٌ وَاحِدَةٌ , لَكُنْتُ أَنْ أُرَدِّدَهَا , أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ خَلْفَ الْإِمَامِ فِي رَمَضَانَ»
2066 - حَدَّثَنَا يُونُسُ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ «أَنَّهُ كَانَ يُصَلِّي مَعَ النَّاسِ فِي رَمَضَانَ , ثُمَّ يَنْصَرِفُ إِلَى مَنْزِلِهِ , فَلَا يَقُومُ مَعَ النَّاسِ»
2066 - حَدَّثَنَا يُونُسُ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ «أَنَّهُ كَانَ يُصَلِّي مَعَ النَّاسِ فِي رَمَضَانَ , ثُمَّ يَنْصَرِفُ إِلَى مَنْزِلِهِ , فَلَا يَقُومُ مَعَ النَّاسِ»