শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৯৩
আন্তর্জাতিক নং: ২০৯৪
নামাযের অধ্যায়
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৯৩-২০৯৪। ইবন মারযূক (রাহঃ) ….. আসওয়াদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) এবং আব্দুল্লাহ অর্থাৎ ইবন মাসউদ (রাযিঃ) সূরা 'ইযাস সামাউন শাককাত' এ সিজদা করেছেন। মনসুর রাবী বলেন, অথবা তাদের (উমর রা ও ইবন মাসউদ রা) দু'জনের একজন।
আবু বাকরা (রাহঃ) ..... শু'বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আবু বাকরা (রাহঃ) ..... শু'বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
2093 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ: " أَنَّ عُمَرَ، وَعَبْدَ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا سَجَدَا فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ قَالَ مَنْصُورٌ: أَوْ أَحَدُهُمَا "
2094 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2094 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ