শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৪৯
নামাযের অধ্যায়
কেউ ঘরে সালাত আদায় করে মসজিদে এসে লোকদের (জামাআতে) সালাতরত দেখলে
২১৪৯। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. ইবরাহীম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি মাগরিবের সালাত পুনঃ আদায় করাকে অপসন্দ করতেন (মাকরূহ মনে করতেন) তবে যদি কেউ শাসকের (শাস্তির) আশংকা করে তবে তা পুনঃ আদায় করবে। পরে আর এক রাক'আত মিলিয়ে ফেলবে, (ফলে চার রাক'আত নফল হয়ে যাবে)।
كتاب الصلاة
2149 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ «أَنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يُعَادَ، الْمَغْرِبُ إِلَّا أَنْ يَخْشَى رَجُلٌ سُلْطَانًا , فَيُصَلِّيَهَا , ثُمَّ يَشْفَعَ بِرَكْعَةٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান