শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৭৭
নামাযের অধ্যায়
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৭৭। আহমদ ইবন দাউদ (রাহঃ) ….. আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জুমু'আর দিন ইমাম বেরিয়ে আসলে কথা বলাকে ইবন উমর (রাযিঃ) ও ইবন আব্বাস (রাযিঃ) অপছন্দ করতেন।
كتاب الصلاة
2177 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا الْحَجَّاجُ، قَالَ: ثنا عَطَاءٌ، قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ يَكْرَهَانِ الْكَلَامَ إِذَا خَرَجَ الْإِمَامُ يَوْمَ الْجُمُعَةِ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৭৭ | মুসলিম বাংলা