শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৯৩
আন্তর্জাতিক নং: ২২৯৪
নামাযের অধ্যায়
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯৩-২২৯৪। আলী ইবনে শায়বা (রাহঃ)….আব্দুর রহমান ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি ওমর (রাযিঃ) কে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যখন কা'বা ঘরে প্রবেশ করেছেন তখন কি করেছিলেন? তিনি বললেনঃ দু'রাকাত সালাত আদায় করেছেন।


ইবনে আবু দাউদ (রাহঃ) জারীর ইবন আব্দুল হামিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ
রিওয়ায়াত করেছন। কিন্তু তিনি বলেছেনঃ আব্দুল্লাহ্ ইবনে সফওয়ান ।
এখানে উমর (রাযিঃ) থেকে এ বিষয়ে অবশ্যই হাদীস বর্ণনা করা হয়েছে, যা উসামা (রাযিঃ) এবং বিলাল (রাযিঃ)
থেকে বায়তুল্লায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত আদায় সংক্রান্ত ইবন উমর (রাযিঃ) কর্তৃক বর্ণিত রিওয়ায়াতের
অনুরূপ। জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত আছে ।
كتاب الصلاة
2293 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أنا جَرِيرٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَفْوَانَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ , كَيْفَ صَنَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْكَعْبَةَ؟ فَقَالَ: «صَلَّى رَكْعَتَيْنِ»

2294 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: عَبْدُ اللهِ بْنُ صَفْوَانَ فَهَذَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ حُكِيَ عَنْهُ فِي ذَلِكَ مَا يُوَافِقُ مَا حَكَى ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ أُسَامَةَ , وَبِلَالٍ , مِنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَيْتِ وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ مِثْلُ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২২৯৩ | মুসলিম বাংলা