শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৪৩
আন্তর্জাতিক নং: ২৩৪৫
নামাযের অধ্যায়
রুগ্ন ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তির সালাত।
২৩৪৩-২৩৪৫। ইউনুস (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহর (ﷺ) ঘােড়ার উপর আরোহণ করেন এবং ঘােড়া থেকে পড়ে গিয়ে তাঁর ডান পার্শ্ব আঘাতপ্রাপ্ত হয়। এতে তিনি বসে বসে সালাত আদায় করেন আর আমরাও তার পিছনে বসে বসে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি আমাদের দিকে ফিরে বললেন, ইমাম করা হয় তাকে অনুসরণ করার জন্য। সুতরাং তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন তােমরাও দাঁড়িয়ে আদায় করবে এবং তিনি যখন বসে আদায় করবেন তােমরা সকলে বসে আদায় করবে।
ইউনুস (রাহঃ) ….. ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি অনুরূপ উল্লেখ করেছেন।

সালিহ ইবনে আব্দুর রহমান (রাহঃ)…. আনাস ইবনে আব্দুল মালিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিয়াওয়াত করেছেন।
كتاب الصلاة
2343 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا حَدَّثَهُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ , فَصَلَّى صَلَاةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ , وَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا. فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ , فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا , وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ»

2344 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ، وَيُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ،. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

2345 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: ثنا حُمَيْدٌ، قَالَ: ثنا أَنَسُ بْنُ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৪৩ | মুসলিম বাংলা