শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৬৫
নামাযের অধ্যায়
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৫। মুহাম্মাদ ইব্‌ন নো’মান (রাহঃ)….. হাম্মাম ইব্‌ন হারিস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার উমর (রাযিঃ) মাগরিবের সালাতে কিরা’আত ভুলে গিয়েছিলেন। পরে তাদের (মুকতাদী)-কে নিয়ে পুনঃ সালাত পড়েছেন । কিরা’আত পরিত্যাগের কারণে যখন উমর (রাযিঃ) তাদেরকে নিয়ে সালাত পুন পড়েছেন, অথচ কিরা’আত পরিত্যাগের কারণে সালাত বিনষ্ট হওয়ার ব্যাপারে মতবিরোধ রয়েছে, তাহলে যখন তিনি অপবিত্র অবস্থায় তাদের নিয়ে সালাত পড়েছেন এসময় তো তাঁর জন্য তাদেরকে নিয়ে পুনঃ সালাত পড়া অধিকতর কাম্য ছিল।
কেউ যদি বলে যে, উমর (রাযিঃ) থেকে এর পরিপন্থী বর্ণনাও রয়েছে। প্রশ্নকারী নিম্নোক্ত হাদীস উল্লেখ করেছেনঃ
كتاب الصلاة
2365 - أَنَّ مُحَمَّدَ بْنَ النُّعْمَانِ حَدَّثَنَا قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى , قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , قَالَ: ثنا الْأَعْمَشُ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ: «أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ نَسِيَ الْقِرَاءَةَ فِي صَلَاةِ الْمَغْرِبِ , فَأَعَادَ بِهِمُ الصَّلَاةَ» فَلَمَّا أَعَادَ بِهِمْ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ الصَّلَاةَ لِتَرْكِهِ الْقِرَاءَةَ، وَفِي فَسَادِ الصَّلَاةِ بِتَرْكِ الْقِرَاءَةِ اخْتِلَافٌ، كَانَ إِذَا صَلَّى بِهِمْ جُنُبًا أَحْرَى أَنْ يُعِيدَ بِهِمُ الصَّلَاةَ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ خِلَافُ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান