শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৭৬
নামাযের অধ্যায়
মুসাফিরের সালাত
২৪৭৬। আবু বাকরা (রাহঃ).....ইব্‌ন আউন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি মদীনায় এসে ইশা’র এক রাক’আত সালাত পেলাম। পরে আমি নিজের অভিমত অনুযায়ী কিছু একটা করলাম, পরে আমি কাসিম ইব্‌ন মুহাম্মাদকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি কি মনে কর যে, তুমি চার রাক’আত আদায় করলে আল্লাহ্ তাআলা তোমাকে শাস্তি দিবেন? উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) চার রাক’আত আদায় করতেন এবং বলতেন যে, মুসলমানরা চার রাক’আত আদায় করে থাকেন।
كتاب الصلاة
2476 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا ابْنُ عَوْنٍ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ , فَأَدْرَكْتُ رَكْعَةً مِنَ الْعِشَاءِ , فَصَنَعْتُ شَيْئًا بِرَأْيِي فَسَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ فَقَالَ: أَكُنْتَ تَرَى أَنَّ اللهَ يُعَذِّبُكَ لَوْ صَلَّيْتَ أَرْبَعًا؟ كَانَتْ أُمُّ الْمُؤْمِنِينَ عَائِشَةُ تُصَلِّي أَرْبَعًا , وَتَقُولُ: «الْمُسْلِمُونَ يُصَلُّونَ أَرْبَعًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৭৬ | মুসলিম বাংলা