শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫১৬
নামাযের অধ্যায়
সালাতে কেউ তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, এ বিষয়ে যদি সন্দিহান হয়
২৫১৬। তাঁরা এ বিষয়ে নিম্মোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেনঃ
আবু বাক্রা (রাহঃ) ..... মনসুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ)-কে সালাতে সন্দেহের বিষয়ে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেনঃ “আমার অভিমত ও আমল হচ্ছে এই যে, সন্দেহ যদি নফল সালাতে হয়, তাহলে আমি নতুন করে সালাত আদায় করে নিই। আর সন্দেহ যদি ফরয সালাতে হয়, তাহলে আমি সালাম ফিরাই এবং সিজ্দা (সাহো) করি”। মনসুর (রাহঃ) বলেন, আমি বিষয়টি ইবরাহীম (নখ্ঈ র)-এর নিকট উত্থাপন করলে তিনি বললেন, সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ)-এর অভিমত দিয়ে তুমি কি করবে ?
আবু বাক্রা (রাহঃ) ..... মনসুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ)-কে সালাতে সন্দেহের বিষয়ে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেনঃ “আমার অভিমত ও আমল হচ্ছে এই যে, সন্দেহ যদি নফল সালাতে হয়, তাহলে আমি নতুন করে সালাত আদায় করে নিই। আর সন্দেহ যদি ফরয সালাতে হয়, তাহলে আমি সালাম ফিরাই এবং সিজ্দা (সাহো) করি”। মনসুর (রাহঃ) বলেন, আমি বিষয়টি ইবরাহীম (নখ্ঈ র)-এর নিকট উত্থাপন করলে তিনি বললেন, সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ)-এর অভিমত দিয়ে তুমি কি করবে ?
كتاب الصلاة
2516 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنُ الزُّبَيْرِ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ مَنْصُورٍ قَالَ: سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنِ الشَّكِّ فِي الصَّلَاةِ. فَقَالَ: أَمَّا أَنَا , فَإِنْ كَانَتِ التَّطَوُّعَ اسْتَقْبَلْتُ , وَإِنْ كَانَتْ فَرِيضَةً سَلَّمْتُ وَسَجَدْتُ. قَالَ: فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ فَقَالَ: مَا تَصْنَعُ بِقَوْلِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ,