শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫২৫
আন্তর্জাতিক নং: ২৫২৬
নামাযের অধ্যায়
সালাতে কেউ তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, এ বিষয়ে যদি সন্দিহান হয়
২৫২৫-২৫২৬। ইউনুস (রাহঃ) ..... সালিম ইব্‌ন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) বলতেনঃ “তোমাদের কারো সালাত আদায়কালে সন্দেহ সৃষ্টি হলে সে যেন (ভুলে যাওয়া সালাতে) ‘তাহাররী’ (চিন্তা-ভাবনা) করে, যে ধারণা করছে যে, সে সালাতে ভুল করেছে এবং (প্রবল ধারণা মতে আমল করে) সালাত আদায় করে, আর (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজ্‌দা (সাহো) করে নেয়”।

ইউনুস (রাহঃ).....সালিম (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الصلاة
2525 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَقُولُ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ , فَلْيَتَوَخَّ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ فَلْيُصَلِّهِ , وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»

2526 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ سَالِمٍ، ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৫২৫ | মুসলিম বাংলা