শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬২১
নামাযের অধ্যায়
সালাতে ইশারা করা প্রসঙ্গে
২৬২১। আলী ইবন শায়বা (রাহঃ) ....... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার কোন এক প্রয়োজনে বাহিরে গেলাম এবং তখন আমরা একে অপরকে সালাতে সালাম করতাম। তারপর ফিরে এসে (তাঁকে) সালাম করলাম। তিনি আমার জওয়াব দিলেন না এবং বললেনঃ সালাতে অবশ্যই ব্যস্ততা রয়েছে।
كتاب الصلاة
2621 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: خَرَجْتُ فِي حَاجَةٍ , وَنَحْنُ يُسَلِّمُ بَعْضُنَا عَلَى بَعْضٍ فِي الصَّلَاةِ , ثُمَّ رَجَعْتُ فَسَلَّمْتُ , فَلَمْ يَرُدَّ عَلَيَّ وَقَالَ: «إِنَّ فِي الصَّلَاةِ شُغْلًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬২১ | মুসলিম বাংলা