শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৭২
নামাযের অধ্যায়
৬৯. সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৭২। আবু উমাইয়া (রাহঃ) ..... নাজাশীর ভাতিজা যু-মিখবার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একদা আমরা রাসুলুল্লাহ ﷺ -এর সাথে এক সফরে ছিলাম। (পথে এক স্থানে) আমরা ঘুমিয়ে পড়লাম। তারপর সূর্যের উত্তাপে আমরা জাগরিত হয়ে (উক্ত স্থান থেকে) সরে পড়লাম। রাবী বলেন, তারপর রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে নিয়ে (কাযা) সালাত আদায় করলেন। পরে আগামী দিন সূর্য উদিত হলে তিনি বিলাল (রাযিঃ) কে আযান ও ইকামতের নির্দেশ প্রদান করেন। তিনি আযান দিলেন তারপর ইকামত দিলেন। তখন তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত কাযা করার পর বললেনঃ এটি হচ্ছে আমাদের গতকালের সালাত।
كتاب الصلاة
بَابُ الرَّجُلِ يَنَامُ عَنِ الصَّلَاةِ أَوْ يَنْسَاهَا كَيْفَ يَقْضِيهَا
2672 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ , قَالَ: ثنا قَيْسُ بْنُ حَفْصٍ الدَّارِمِيُّ قَالَ: ثنا مَسْلَمَةُ بْنُ عَلْقَمَةَ , عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ , عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى بَنِي هَاشِمٍ , عَنْ ذِي مِخْبَرِ ابْنِ أَخِي النَّجَاشِيِّ , قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ , فَنِمْنَا فَلَمْ نَسْتَيْقِظْ إِلَّا بِحَرِّ الشَّمْسِ فَتَنَحَّيْنَا مِنْ ذَلِكَ الْمَكَانِ. قَالَ: فَصَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ , حِينَ بَزَغَتِ الشَّمْسُ أَيْ طَلَعَتْ , أَمَرَ بِلَالًا فَأَذَّنَ ثُمَّ أَمَرَهُ , فَأَقَامَ , فَصَلَّى بِنَا الصَّلَاةَ. فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: «هَذِهِ صَلَاتُنَا بِالْأَمْسِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান