শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৬৭
আন্তর্জাতিক নং: ২৭৬৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩- কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৬৭-২৭৬৮। আলী ইব্‌ন মা’বদ (রাহঃ).... মুসা ইব্‌ন ইমরান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার আবান ইব্‌ন উসমান (রাহঃ)-এর নিকট দিয়ে একটি জানাযা অতিক্রম করছিলো, এর জন্য তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন, একবার উসমান (ইব্‌ন আফফান রা)-এর কাছ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে তিনি এর জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে তিনি এর জনয দাঁড়িয়ে গিয়েছিলেন।

ইয়াযীদ (রাহঃ).... ইসমাঈল ইব্‌ন উমাইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি (এতটুকু অতিরিক্ত) বলেছেনঃ আমি উসমান (রাযিঃ) কে এরূপ করতে দেখেছি এবং তিনি আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ওই রূপ করতেন।
كتاب الجنائز
بَابُ الْجِنَازَةِ تَمُرُّ بِالْقَوْمِ أَيَقُومُونَ لَهَا أَمْ لَا؟
2767 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مُعَلَّى بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ , عَنْ إِسْمَاعِيلِ بْنِ أُمَيَّةَ , عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ بْنِ مَنَاحٍ: أَنَّ أَبَانَ بْنَ عُثْمَانَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ لَهَا "

2768 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا دُحَيْمٌ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ بْنِ هِشَامِ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ: رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ يَفْعَلُ ذَلِكَ , وَأَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান