শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১৪৭
যাকাতের অধ্যায়
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৭। মুহাম্মাদ ইবনুল আব্বাস ইবনে রাবী (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ করেছেন এবং এক সা’ পরিমাণ পানি দিয়ে গােসল করেছেন।
كتاب الزكاة
3147- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ الرَّبِيعِ , قَالَ: ثنا أَسَدُ , قَالَ: ثنا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَتْنِي أُمِّي , عَنْ مُعَاذَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ»
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু-গোসলের সময় যথা সম্ভব পানি কম খরচ করা এবং অপচয় রোধ করা একান্ত জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/১৫৮)