শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৬৪
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৪। আলী ইব্ন শায়বা (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন সালামা হুযাঈ (রাহঃ)-এর চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার আশূরা দিবসের সকালবেলা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খিদমতে হাজির হলাম আর আমরা সকালের খানা খেয়ে ফেলেছি। তিনি বললেন, তোমরা কি (আজকের) এই দিনের সিয়াম পালন করছ? আমরা বললাম, আমরা তো সকালের খানা খেয়ে ফেলেছি। তিনি বললেন, তোমাদের অবশিষ্ট দিনের (সিয়াম) পূর্ণ কর।
كتاب الصيام
3264 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , " عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلَمَةَ الْخُزَاعِيِّ هُوَ ابْنُ الْمِنْهَالِ، عَنْ عَمِّهِ , قَالَ: غَدَوْنَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبِيحَةَ يَوْمِ عَاشُورَاءَ , وَقَدْ تَغَدَّيْنَا , فَقَالَ: أَصُمْتُمْ هَذَا الْيَوْمَ؟ فَقُلْنَا: قَدْ تَغَدَّيْنَا , قَالَ: فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ "