শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৬৯
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৯। ইবন আবী দাউদ (রাহঃ) ..... শাকীক ইব্‌ন সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার আশুরার দিনে ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট গেলাম। তখন তাঁর কাছে তাজা খেজুর বিদ্যমান ছিলো। তিনি বললেন, (আহারের জন্য) কাছে এস। আমি বললাম, আজকে তো আশূরার দিন, আমি সিয়াম পালনরত। তিনি বললেন, রামাযানের (বিধান অবতীর্ণ হওয়ার) পূর্বে আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দেয়া হয়েছিল।
كتاب الصيام
3269 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ , عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ , قَالَ: دَخَلْتُ عَلَى ابْنِ مَسْعُودٍ يَوْمَ عَاشُورَاءَ , وَعِنْدَهُ رُطَبٌ , فَقَالَ: ادْنُهْ فَقُلْتُ: إِنَّ هَذَا يَوْمُ عَاشُورَاءَ , وَأَنَا صَائِمٌ , فَقَالَ إِنَّ هَذَا الْيَوْمَ أُمِرْنَا بِصِيَامِهِ قَبْلَ رَمَضَانَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান