শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩৩৬৫
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় (স্ত্রীকে) চুস্বন করা
৩৩৬৫। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সিয়াম অবস্থায় আমাকে চুম্বন করেছেন।
كتاب الصيام
3365 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ , عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ , عَنْ أُمِّ سَلَمَةَ , أَنَّهَا قَالَتْ: قَبَّلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِمٌ "