শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৮. আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান
হাদীস নং: ৬১৩১
আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান
কোন ব্যক্তির নিকট অন্য কোন ব্যক্তির জন্য সাক্ষ্য থাকলে তাকে জানানাে কি তার ওপর ওয়াজিব; এবং স্বেচ্ছায় সাক্ষ্য প্রদান করলে হাকিম কি তা গ্রহণ করবেন ।
৬১৩১। ইব্ন আবু দাউদ ..... ইব্ন উমর হযরত উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার তিনি জাবিয়া নামক স্থানে তাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, তােমরা আমার সাহাবীদের সম্মান কর, অতঃপর যারা তাদের নিকটবর্তী, তারপর তাদের সম্মান কর যারা তাদের নিকটবর্তী। এরপর মিথ্যার প্রসার ঘটবে। এমনকি সাক্ষ্য প্রদানের জন্য আবেদন করার পূর্বেই কোন ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে।
كتاب القضاء والشهادات
6131 - بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا نُعَيْمٌ قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ خَطَبَهُمْ بِالْجَابِيَةِ فَقَالَ [ص:151] سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَكْرِمُوا أَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَشْهَدَ الرَّجُلُ قَبَلَ أَنْ يُسْتَشْهَدَ»