আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫০৫
আন্তর্জাতিক নং: ৫৩০
- নামাযের ওয়াক্তের বিবরণ
৩৫৭। নির্ধারিত সময় থেকে বিলম্বে নামায আদায় করে তার হক নষ্ট করা।
৫০৫। আমর্ ইবনে যুরারা (রাহঃ) .... যুহরী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দামেশকে আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর নিকট উপস্থিত হলাম, তিনি তখন কাঁদছিলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র নামায ছাড়া আর কিছুই বহাল নেই। কিন্তু নামাযকেও নষ্ট করে দেওয়া হয়েছে।

বকর (রাহঃ) বলেন, আমার কাছে মুহাম্মাদ ইবনে বকর বুরসানী (রাহঃ) উসমান ইবনে আবু রাওওয়াদ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب مواقيت الصلاة
باب تَضْيِيعِ الصَّلاَةِ عَنْ وَقْتِهَا
530 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ وَاصِلٍ أَبُو عُبَيْدَةَ الحَدَّادُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي رَوَّادٍ، أَخِي عَبْدِ العَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ: دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بِدِمَشْقَ وَهُوَ يَبْكِي، فَقُلْتُ: مَا يُبْكِيكَ؟ فَقَالَ: «لاَ أَعْرِفُ شَيْئًا مِمَّا أَدْرَكْتُ إِلَّا هَذِهِ الصَّلاَةَ وَهَذِهِ الصَّلاَةُ قَدْ ضُيِّعَتْ» وَقَالَ بَكْرُ بْنُ خَلَفٍ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ البُرْسَانِيُّ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ أَبِي رَوَّادٍ نَحْوَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)