শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৭৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৯। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) …… হুমায়ন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাযিঃ) হজ্জ করলেন। তারপর কা'বা শরীফে কতিপয় আনসারী (সাহাবা)-কে ডেকে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, তোমরা কি শোন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রেশমী কাপড় থেকে নিষেধ করেছেন। তাঁরা বললেন, হ্যাঁ? (শুনেছি)। বললেন এবং আমিও সাক্ষ্য দিচ্ছি।
كتاب الكراهة
6679 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: ثنا حُمْرَانُ، قَالَ: حَجَّ مُعَاوِيَةُ , فَدَعَا نَفَرًا مِنَ الْأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ: «أَنْشُدُكُمُ اللهَ , أَلَمْ تَسْمَعُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثِيَابِ الْحَرِيرِ؟» ، فَقَالُوا: اللهُمَّ نَعَمْ , قَالَ: «وَأَنَا أَشْهَدُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান