শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯২৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
মু'আনাকা বা কোলাকুলি করা প্রসঙ্গে
৬৯২৩। ফাহদ (রাহঃ).... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) তৎপিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন নাজ্জাশীর (আবশ্য বর্তমান ইথিওপিয়ার প্রাচীন রাজন্যবর্গের উপাধি) কাছ থেকে নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হলাম, তখন তিনি আমার সঙ্গে সাক্ষাত করলেন এবং মুআনাকা (কোলাকুলি) করলেন।
كتاب الكراهة
6923 - مَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ , قَالَ: ثنا أَسَدُ بْنُ عَمْرٍو , عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ , عَنْ عَامِرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ , عَنْ أَبِيهِ قَالَ: «لَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ , تَلَقَّانِي , فَاعْتَنَقَنِي»