আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫০৮৫
আন্তর্জাতিক নং: ৫৪৮০
- যবাহ করা ও শিকারের অধ্যায়
২৯০২. যে ব্যক্তি শিকার বা পশু-রক্ষার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করে
৫০৮৫। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) নবী করীম (ﷺ) -কে বলতে শুনেছেন, তিনি বলতেনঃ যে ব্যক্তি এমন কুকুর পালন করে যেটি পশু রক্ষার জন্যও নয়; কিংবা শিকারের জন্যও নয়।
তার আমল থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ হ্রাস পাবে।
তার আমল থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ হ্রাস পাবে।
كتاب الذبائح والصيد
باب مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ
5480 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَنَى كَلْبًا، لَيْسَ بِكَلْبِ مَاشِيَةٍ، أَوْ ضَارِيَةٍ، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطَانِ»