আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫০৯৫
আন্তর্জাতিক নং: ৫৪৯১
- যবাহ করা ও শিকারের অধ্যায়
২৯০৬. শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে
৫০৯৫। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) এর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে রয়েছে যে, তিনি বললেনঃ তোমাদের সাথে কি তার কিছু গোশত আছে?
كتاب الذبائح والصيد
باب مَا جَاءَ فِي التَّصَيُّدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي قَتَادَةَ، مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ ".