শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাগানো মাকরূহ কি না?
৭১৬৫। ইবন আবু দাউদ (রাহঃ) …… ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদেরকে দাগানোর চিকিৎসা থেকে নিষেধ করা হয়েছে।
كتاب الكراهة
7165 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: نُهِينَا عَنِ الْكَيِّ "