শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬৯
 মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাগানো মাকরূহ কি না?
৭১৬৯।  ফাহদ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন উবাই ইবন কা'ব অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তার কাছে একজন চিকিৎসক প্রেরণ করেন। তিনি তার বাহুর একটি রগ কেটে ফেলেন ও তার উপর লোহা পুড়ে দাগ দেন ।
كتاب الكراهة
7169 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: «اشْتَكَى أُبَيُّ بْنُ كَعْبٍ فَبَعَثَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَبِيبًا , فَقَدَّ عِرْقَهُ الْأَكْحَلَ , وَكَوَاهُ عَلَيْهِ»