শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭২৪৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৪৬। আবু বাকরা (রাহঃ)..... আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন যয়নব বিনত জাহাশ (রাযিঃ)-এর সাথে বাসর যাপন করেন, তখন তিনি ওয়ালীমার ব্যবস্থা করেন। অতঃপর তিনি উম্মুল মুমিনীনদের হুজরার দিকে গমন করলেন। এরপর যখন তিনি তাঁর ঘরে ফিরে আসেন তখন তিনি দুই ব্যক্তিকে দেখতে পান। তারা তাদের আলোচনা দীর্ঘায়িত করছিলেন। তারা রাসূলুল্লাহ (ﷺ) -কে দেখে দ্রুত উক্ত জায়গা ত্যাগ করলেন। তিনি তাঁর ঘরে প্রবেশ করেন এবং পর্দা লটকিয়ে দেন। আর এরপর পর্দার আয়াত অবতীর্ণ হয়।
كتاب الكراهة
7246 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ، قَالَ: أَوْلَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَنَى بِزَيْنَبِ بِنْتِ جَحْشٍ , ثُمَّ خَرَجَ إِلَى حُجَرِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ , فَلَمَّا رَجَعَ إِلَى بَيْتِهِ رَأَى رَجُلَيْنِ قَدْ مَدَّ بِهِمَا الْحَدِيثُ فَوَثَبَا مُسْرِعَيْنِ , فَرَجَعَ حَتَّى دَخَلَ الْبَيْتَ , وَأَرْخَى السِّتْرَ , وَأُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ "
হাদীসের ব্যাখ্যা:
ওলীমা বলা হয় ওই দাওয়াতের অনুষ্ঠানকে, যা বিবাহের পর ছেলের বাড়িতে করা হয়ে থাকে। এটা করা সুন্নত। সামর্থ্য অনুযায়ী এটা করা উচিত। আর এটা যেহেতু সুন্নত, তখন করাও উচিত সুন্নতের মর্যাদা রক্ষা করে শরীআতবিরোধী কোনও কর্মকাণ্ড তাতে যুক্ত করা বাঞ্ছনীয় নয়। হযরত আব্দুর রহমান ইবন আওফ রাযি. বিবাহ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে হুকুম করলেন أولم ولو بشاة “তুমি ওলীমা কর, যদিও একটি ছাগল দ্বারা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)