শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭২৪৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৪৮। ইবন মারযূক (রাযিঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, যখন পর্দার আয়াত নাযিল হয় তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর ঘরে প্রবেশ করতে মনস্থ করলাম যেমন আমি প্রবেশ করে থাকি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, "হে আমার বৎস! অনুমতি ছাড়া প্রবেশের ইচ্ছে ত্যাগ কর।"
كتاب الكراهة
7248 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: ثنا حَمَّادٌ عَنْ سَالِمٍ الْعَلَوِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا أُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ , جِئْتُ أَدْخُلُ , كَمَا أَدْخُلُ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدًا , وَرَاءَكَ يَا بُنَيَّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান