শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৪৫
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
গােলামকে কিরূপ কাপড় ও আহার্য দেয়া মনিবের উপর ওয়াজিব
৭৩৪৫। ইসমাঈল ইবন ইয়াহইয়া আল-মুযানী (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যখন তােমাদের কেউ তার সেবকের খাওয়া-পরার দায়িত্ব গ্রহণ করে, তখন সে যেন তাকে নিজের কাছে বসতে দেয় এবং তার সাথে খাদ্য গ্রহণ করে। যদি খেতে কোন অসুবিধার সম্মুখীন হয়, তখন যেন কমপক্ষে এক গ্রাস গ্রহণ করে ও তার প্রতি সম্মান প্রদর্শন করে। অতঃপর তাকে খাদ্য খেতে দেয়।
كتاب الزيادات
7345 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَفَى أَحَدُكُمْ خَادِمَهُ , طَعَامَهُ حَرَّهُ وَدُخَانَهُ فَلْيُجْلِسْهُ , فَلْيَأْكُلْ مَعَهُ , فَإِنْ أَبَى فَلْيَأْخُذْ لُقْمَةً , فَلْيُرَوِّغْهَا ثُمَّ لِيُطْعِمَهَا إِيَّاهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৩৪৫ | মুসলিম বাংলা