আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪০
- পবিত্রতা অর্জনের অধ্যায়
বীর্যরস বের হলে উযু নষ্ট হয়ে যায়
৪০। আস-সালত ইবনে যুবায়েদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ)-কে জিজ্ঞেস করলেন, তিনি কাপড়ে ভিজা (বীর্যরস) অনুভব করেন। তিনি বলেন, তোমার কাপড়ের ঐ অংশ পানি দিয়ে ধুয়ে নাও এবং এর প্রতি আর ভ্রুক্ষেপ করো না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। যখন অধিকাংশ সময় মানুষের এই অবস্থা হয় এবং শয়তান বারবার সন্দেহ সৃষ্টি করে তখন সেদিকে ভ্রুক্ষেপ করাই উচিৎ নয়। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতও তাই ।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ زُيَيْدٍ، " أَنَّهُ سَأَلَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنْ بَلَلٍ يَجِدُهُ فَقَالَ: انْضَحْ مَا تَحْتَ ثَوْبِكَ وَالْهَ عَنْهُ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا كَثُرَ ذَلِكَ مِنَ الإِنْسَانِ، وَأَدْخَلَ الشَّيْطَانُ عَلَيْهِ فِي الشَّكِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪০ | মুসলিম বাংলা