আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫১
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রাতের বেলা নাপাক হলে
৫১। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর কাছে উল্লেখ করেন যে, তিনি রাতের বেলা (সহবাস জনিত কারণে) নাপাক হন। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তুমি উযু করো এবং তোমার লজ্জাস্থান ধুয়ে নাও, অতঃপর ঘুমাও।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তি যদি উযু না করে এবং নিজের লজ্জাস্থান না ধুয়ে ঘুমিয়ে যায়, তবে তাতেও কোন দোষ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তি যদি উযু না করে এবং নিজের লজ্জাস্থান না ধুয়ে ঘুমিয়ে যায়, তবে তাতেও কোন দোষ নেই।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ " ذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، قَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ وَنَمْ " , قَالَ مُحَمَّدٌ: وَإِنْ لَمْ يَتَوَضَّأْ، وَلَمْ يَغْسِلْ ذَكَرَهُ حَتَّى يَنَامَ فَلا بَأْسَ بِذَلِكَ أَيْضًا